দিনাজপুর সদর উপজেলা ৫ নং শশরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কিসমাধবপুর সর্দারপাড়া মোল্লার জঙ্গল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে টেপ টেনিস সার্কেল ক্রিকেট খেলাটি উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম ডালটন সভাপতি ৫ নং শশরা ইউনিয়ন বিএনপি ও ৫ নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, কোতোয়ালি বিএনপির সদস্য জুলফিকার ।
খেলায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড শশরা ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মির্জা মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হযরত আলী রজব সভাপতি ১নং ওয়ার্ড বিএনপি, ৫নং শশরা ইউনিয়ন,সদর, দিনাজপুর। জনাব মোঃ জামিউল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী। জনাব মোঃ সারোয়ার জাহান হীরা এ্যাডভোকেট জজকোর্ট, দিনাজপুর।জনাব মোঃ ফিরোজ আলম জজকোর্ট, দিনাজপুর। জনাব মোঃ আজাদুল ইসলাম আজাদ এ্যাডভোকেট,জজকোর্ট, দিনাজপুর। জনাব মোঃ শাহ জামান সজিব বিশিষ্ট সমাজসেবক , দিনাজপুর। জনাব মোঃ ফরহাদ হোসেন সাবেক মেম্বার ,১নং ওয়ার্ড, ৫নং শশরা ইউনিয়ন পরিষদ, সদর, দিনাজপুর। জনাব মোঃ সৌরভ উদ্দীন শিক্ষক, কাশিপুর উচ্চ বিদ্যালয়, সদর, দিনাজপুর। জনাব মোঃ হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক,সদর, দিনাজপুর। জনাব মোঃ মুরাদ হোসেন সমাজসেবক ও ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শশরা ইউনিয়ন পরিষদ ,সদর, দিনাজপুর।
অতিথিগণ উপস্থিত থেকে রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে টেপ টেনিস নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি উদ্বোধন করেন। এ সময় কমিটির সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন কেডি ইউনিটি ক্লাব করিমুলাপুর ও ড্রিম একাডেমি ঘাসিপাড়া । খেলাটি পরিচালনা করেন কিস মাধবপুর যুবসমাজ দিনাজপুর সদর উপজেলা ৫ নং শশরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কিসমাধবপুর সর্দারপাড়া মোল্লার জঙ্গল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ।